Manipur | মণিপুর অভিযান সেনাবাহিনীর, উগ্রপন্থীদের ৪টি বাঙ্কার ধ্বংস করল সেনা
মণিপুর ফের বড় অভিযান সেনাবাহিনীর। ইম্ফল পূর্ব ও কাংপোকপি জেলায় অভিযান চালিয়ে উগ্রপন্থীদের চার বাঙ্কার ধ্বংস করল নিরাপত্তাবাহিনী।
গত বছরের মে মাস থেকে দফায় দফায় উত্তপ্ত হয়েছে মণিপুর। এই পরিস্থিতিতে শান্তি ফেরাতে গত কয়েক মাস ধরে লাগাতার অভিযান চালাচ্ছে সেনা, পুলিশ ও অন্যান্য আধাসেনার যৌথবাহিনী। মণিপুরে ইম্ফল পূর্ব ও কাংপোকপি জেলায় অভিযান চালিয়ে উগ্রপন্থীদের ৪টি বাঙ্কার ধ্বংস করল নিরাপত্তাবাহিনী। বাকি তিনটির দখল নিয়েছে সেনা। সেনা সূত্রে খবর, এই বাঙ্কার থেকেই উগ্রপন্থীরা নিচে নেমে এসে লোকালয়ে হামলা চালাত। তেঙ্গনৌপাল জেলায় উদ্ধার হয় ৩০৩টি রাইফেল ও বিপুল পরিমাণ আইইডি বিস্ফোরক।