দেশ

Operation Sindoor | “যুদ্ধ পরিস্থিতিতে লোকসানটা গুরুত্বপূর্ণ নয়, ফলাফলটা আসল”, অপারেশন সিঁদুর নিয়ে বক্তব্য সেনা সর্বাধিনায়কের

Operation Sindoor | “যুদ্ধ পরিস্থিতিতে লোকসানটা গুরুত্বপূর্ণ নয়, ফলাফলটা আসল”, অপারেশন সিঁদুর নিয়ে বক্তব্য সেনা  সর্বাধিনায়কের
Key Highlights

“যে কোনও যুদ্ধ পরিস্থিতিতে লোকসানটা গুরুত্বপূর্ণ নয়। ফলাফলটাই আসল”, অপারেশন সিঁদুরে ভারতের যুদ্ধবিমান খোয়ানোর প্রসঙ্গে এমনটাই বললেন সেনা সর্বাধিনায়ক অনিল চৌহান।

“যে কোনও যুদ্ধ পরিস্থিতিতে লোকসানটা গুরুত্বপূর্ণ নয়। ফলাফলটাই আসল”, অপারেশন সিঁদুরে ভারতের যুদ্ধবিমান খোয়ানোর প্রসঙ্গে এমনটাই বললেন সেনা সর্বাধিনায়ক অনিল চৌহান। পাকিস্তানের দাবি ছিল, অপারেশন সিঁদুরের পালটা রাফালে সহ ভারতের ৬টি যুদ্ধবিমান ভেঙেছে তারা। সেই দাবি নিয়ে, তখন কোনও মন্তব্য করা হয়নি ভারতের তরফে। তবে সম্প্রতি সিঙ্গাপুরে আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সেনা সর্বাধিনায়ক মেনে নেন, যে ভারত যুদ্ধবিমান খুইয়েছে। একই সঙ্গে তিনি বলেন, “যুদ্ধবিমান ধ্বংসটা গুরুত্বপূর্ণ নয়।”