Arijit Singh | 'আর কবে'র পর এবার লন্ডনে এড শিরনের সঙ্গে যুগলবন্দি করে মন জিতলেন অরিজিৎ সিং, 'তুম হি হো' গাইলেন বিদেশী গায়ক
Monday, September 16 2024, 8:25 am

লন্ডনে গিয়ে বিশ্বখ্যাত বিদেশী গায়ক এড শিরনের সঙ্গে যুগলবন্দি করে ফের ভাইরাল অরিজিৎ।
'তিলোত্তমা'র বিচারের দাবিতে 'আর কবে' গানের ভাষাতে প্রতিবাদ করে বাংলার মানুষদের মন জিতেছেন অরিজিৎ সিংহ। এবার লন্ডনে গিয়ে বিশ্বখ্যাত বিদেশী গায়ক এড শিরনের সঙ্গে যুগলবন্দি করে ফের ভাইরাল অরিজিৎ। স্পেশাল কনসার্টের ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে দুই গায়ক সুপারস্টারের জমজমাট পারফরমন্স। ভক্তরা কেউ কেউ এটিকে 'আইকনিক মোমেন্ট' বলে আখ্যা দিয়েছেন। ভক্তরা আরও আশ্চয্য হয়েছে এড শিরনের কন্ঠে 'তুম হি হো' গানটা শুনে। অরিজিৎ সিংয়ের শেয়ার করা পোস্টে মন উজার করে ভালোবাসা জানিয়েছেন অনুরাগীরা।
- Related topics -
- বিনোদন
- সেলিব্রিটি
- সঙ্গীতশিল্পী
- অরিজিৎ সিং
- লন্ডন
- গায়ক
- ভাইরাল
- সোশ্যাল মিডিয়া