Arijit Singh | স্বাধীনতা দিবসের আগে শুটিং করতে গিয়ে বিতর্কে জড়ালো অরিজিৎ সিং ও তাঁর দেহরক্ষী!

লাহা প্রথমে শান্তিনিকেতন থানায় মৌখিক অভিযোগ জানান এবং পরে একটি লিখিত অভিযোগ দায়ের করেন, যেখানে অরিজিৎ সিং এবং তাঁর দেহরক্ষীর নাম স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।
শান্তিনিকেতনে তালতোড় এলাকায় শ্যুটিংকে কেন্দ্র করে লিখিত অভিযোগ দায়ের হলো অরিজিৎ সিং ও তাঁর দেহরক্ষীর বিরুদ্ধে। সূত্রের খবর, ১৩ অগস্ট শান্তিনিকেতনে একটি সিনেমার শ্যুটিংয় করছিলেন অরিজিৎ সিং। শ্যুটিং এর প্রয়োজনে রাস্তা আংশিক আটকানোয় ভোগান্তির শিকার হন স্থানীয় বাসিন্দারা। এক বাসিন্দা কমলাকান্ত লাহার অভিযোগ, জরুরি দরকারে রাস্তা পার হওয়ার চেষ্টা করতেই দেহরক্ষীরা তাঁকে বাধা দেয়। ধস্তাধস্তিতে তাঁর হাতে চোট লাগে। তারপরই শান্তিনিকেতন থানায় অরিজিৎ ও ওই দেহরক্ষীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।
- Related topics -
- বিনোদন
- অরিজিৎ সিং
- গায়ক
- শান্তিনিকেতন