Arghya Sen | রবীন্দ্র-সুরের জগৎ ছেড়ে পরলোকে পাড়ি, প্রয়াত হলেন প্রবীণ সংগীতশিল্পী অর্ঘ্য সেন

Wednesday, January 14 2026, 12:54 pm
Arghya Sen | রবীন্দ্র-সুরের জগৎ ছেড়ে পরলোকে পাড়ি, প্রয়াত হলেন প্রবীণ সংগীতশিল্পী অর্ঘ্য সেন
highlightKey Highlights

তাঁর গাওয়া ‘আমার মাথা নত করে’ কিংবা ‘আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে’ গানগুলো এই প্রজন্মকেও ছুঁয়ে যায়।


প্রয়াত হলেন রবীন্দ্রসংগীতের দিকপাল অমর কণ্ঠ অর্ঘ্য সেন (Arghya Sen)। দীর্ঘ রোগভোগের পর ১৪ জানুয়ারি ৯০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন এই বর্ষীয়ান সুরসাধক। দেবব্রত বিশ্বাস এবং অশোকতরু বন্দ্যোপাধ্যায়ের কাছে সঙ্গীত সাধনার হাতেখড়ি। জর্জ বিশ্বাসের সান্নিধ্যে গানের ভূবনে নতুন জানলা খুলে যায় অর্ঘ্যর সামনে। ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে কর্মজীবন শুরু করে পরবর্তী সময়ে ন্যাশনাল স্যাম্পল সার্ভে অর্গানাইজেশন (NSSO)এ দীর্ঘদিন কাজ করেন। পেয়েছেন সঙ্গীত নাটক অকাদেমি পুরস্কার, ‘টেগোর ফেলো’ সম্মান।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File