Copa America । কোপার রং নীল-সাদা! কলম্বিয়াকে হারিয়ে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্তিনা!

Monday, July 15 2024, 6:13 am
highlightKey Highlights

এক্সট্রা টাইমে লাওতেরো মার্টিনেজের অনবদ্য গোলে কলম্বিয়াকে হারিয়ে কোপা চ্যাম্পিয়ন হল নীল-সাদা জার্সিধারীরা।


কোপা আমেরিকা ফাইনাল গেল নীল-সাদা জার্সিধারীদের হাতেই। এক্সট্রা টাইমে লাওতেরো মার্টিনেজের অনবদ্য গোলে কলম্বিয়াকে হারিয়ে কোপা চ্যাম্পিয়ন হল নীল-সাদা জার্সিধারীরা। লিও মেসি চোট পেয়ে উঠে গিয়েছিলেন ৬৫ মিনিটে। নির্ধারিত নব্বই মিনিটে কোনও দলই গোল করতে পারেনি। অতিরিক্ত সময়ে আর্জেন্টিনার হয়ে গোলটি করেন মার্টিনেজ। উল্লেখ্য, আর্জেন্টিনা-কলম্বিয়া ফাইনাল প্রায় ৮০ মিনিট দেরিতে শুরু হয়। নব্বই মিনিটে খেলা গোলশূন্য থাকায় কোপা ফাইনাল গড়ায় অতিরিক্ত সময়ে। লাওতেরো মার্টিনেজের দুর্দান্ত গোলে আর্জেন্টিনা কোপা চ্যাম্পিয়ন হয়।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File