সুস্থতার পথে ফুটবল কিংবদন্তি ম্যারাডোনা, মস্তিষ্কের অস্ত্রোপচার সফল হয়েছে ।
Wednesday, November 4 2020, 7:56 am
Key Highlightsমস্তিষ্কে রক্ত জমাট বেঁধে যাওয়ায় দ্রুত হাসপাতালে ভর্তি করতে হয়েছিল সদ্য ষাটে পা দেওয়া "ফুটবল ঈশ্বর" দিয়েগো মারাদোনা কে। জানা যাচ্ছে, জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করা হয় এবং অস্ত্রোপচারের পর মারাদোনার শারীরিক অবস্থা স্থিতিশীল। মারাদোনার ব্যক্তিগত চিকিৎসক নিউরোসার্জেন লিওপোলডো লুকে জানিয়েছেন, দিয়েগোর হেমাটোমা অর্থাৎ রক্ত জমাট বাঁধা অঞ্চল সফলভাবে অস্ত্রোপচার করে বের করা গিয়েছে। অস্ত্রোপচারের ঝক্কি ভালোভাবেই সামাল দিতে পেরেছে তাঁর শরীর। ঘণ্টাখানেকের বেশি সময় ধরে অস্ত্রোপচার চলে। সফল অস্ত্রোপচারের পর আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন মারাদোনা।
- Related topics -
- খেলাধুলা
- ফুটবোলার
- আরজেন্টাইন
- ডিয়েগো মারাদোনা
- শল্যচিকিৎসা
- ফুটবল প্রশিক্ষক

