Kolkata | নদীগর্ভে তলিয়ে যাবে বড়বাজার, শোভাবাজার, কাশীপুরের মতো এলাকা! দুর্ভোগ অপেক্ষা করছে কলকাতাবাসীর জন্য
বছরের পর বছর নদীগর্ভে পলি জমতে জমতে হাওড়ার দিকে গঙ্গার তলদেশ ক্রমশ উঁচু হয়ে যাচ্ছে।
আগামিদিনে দুর্ভোগ অপেক্ষা করছে কলকাতাবাসীর জন্য! এমনটাই আশঙ্কা কলকাতা পুরসভার। আসলে বছরের পর বছর নদীগর্ভে পলি জমতে জমতে হাওড়ার দিকে গঙ্গার তলদেশ ক্রমশ উঁচু হয়ে যাচ্ছে। এর ফলে জোয়ারের সময়ে গঙ্গার জলরাশি সোজা এসে ধাক্কা মারছে কলকাতার গঙ্গার পাড়ে। যার জেরে বাড়ছে ভাঙন। আশঙ্কা করা হচ্ছে, এই ভাঙন ঠেকাতে না পারলে বড়বাজার, স্ট্র্যান্ড রোড, শোভাবাজার, কাশীপুরের মতো এলাকায় অনেক পুরোনো বাড়িঘর, মন্দির, মসজিদ এবং বড় বড় গুদাম সবই চলে যাবে নদীগর্ভে!
- Related topics -
- শহর কলকাতা
- হাওড়া জেলা
- গঙ্গা নদী