Puri Jagannath Temple | পুরীর জগন্নাথ মন্দির চত্বরে নিষিদ্ধ এলাকায় মদ ও আমিষ জাতীয় খাবার! পবিত্রতা বজায় রাখতে পরিকল্পনা!
Monday, June 9 2025, 1:30 pm
Key Highlightsপুরীর জগন্নাথ মন্দির লাগোয়া এলাকায় মদ ও আমিষ জাতীয় খাবার নিষিদ্ধ করার পরিকল্পনা ওড়িশার বিজেপি সরকারের।
পুরীর জগন্নাথ মন্দির লাগোয়া এলাকায় মদ ও আমিষ জাতীয় খাবার নিষিদ্ধ করার পরিকল্পনা ওড়িশার বিজেপি সরকারের। এই প্রসঙ্গে ওড়িশার আইনমন্ত্রী পৃথ্বীরাজ হরিচন্দন বলেন, ‘১২ শতাব্দী প্রাচীন জগন্নাথ মন্দিরের ২ কিলোমিটারের মধ্যে মদ ও ৩ কিলোমিটারের আমিষ জাতীয় খাদ্য নিষিদ্ধ করা হবে সরকার তরফে। মন্দির মুখোমুখি গ্র্যান্ড রোডে থাকা সমস্ত আমিষের দোকানগুলিকেও তুলে দিতে হবে। দেশের চার ধামের মধ্যে এক ধাম পুরী। তাই আমরা এই শহরকে পবিত্রতার শহরে পরিণত করতে চাই।’ যদিও এই বিষয়ে এখনও সরকারি ভাবে কোনও বিবৃতি জারি করা হয়নি।

