বিনোদন

শিব ঠাকরের সঙ্গে তিক্ত বচসা থেকে হাতাহাতি, বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে যেতে পারেন অর্চনা গৌতম

শিব ঠাকরের সঙ্গে তিক্ত বচসা থেকে হাতাহাতি, বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে যেতে পারেন অর্চনা গৌতম
Key Highlights

বিগ বসের খুব ঘনিষ্ঠ সূত্র অনুযায়ী শিব ঠাকরে ও অর্চনা গৌতমের মধ্যে ভয়ানক বাজে তর্কাতর্কি হয়, যা ভয়াবহ রূপ ধারণ করে।

বিগ বসের এই বছরের সিজন ১৬ দারুণভাবে দর্শকদের মনোরঞ্জন করতে সফল হচ্ছে। প্রায় রোজই প্রতিযোগীদের মধ্যে ধুন্ধুমার লড়াই ও সম্পর্কের টানাপোড়েন এক আলাদা দিকেই নিয়ে যাচ্ছে বিগ বসের খেলাকে। মডেল তথা রাজনৈতিকবিদ অর্চনা গৌচম ও বিগ বস মারাঠি ২ বিজয়ী শিব ঠাকরে এই সিজনের বিগ বসের দুই প্রতিযোগী, যাঁরা অকপট বলার জন্য বাড়িতে পরিচিত। কিন্তু এই দুই প্রতিযোগীর মধ্যেই ফাটাফাটি লড়াই হতে চলেছে, যা হাতাহাতিতে পৌঁছবে। তবে সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ানো খবর অনুযায়ী অর্চনাকে বিগ বসের বাড়ি থেকে বের করে দিতে পারে নির্মাতারা।

সূত্রের খবর, শিব ঠাকরে অর্চনাকে ব্যক্তিগত আক্রমণ করে, যার ফলস্বরূর অর্চনা অত্যন্ত রেগে গিয়ে শিবের ওপর হামলা করে এবং তাঁর গলা টিপে ধরে। অর্চনার এ ধরনের আক্রমণাত্মক আচরণ শিবকে অবাক করে দেয় এবং তাঁর এলিমিনেশন দাবী করে বিগ বসের কাছ থেকে। সৌন্দর্য্য শর্মাওশিবের পক্ষ নিয়ে অর্চনার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার জন্য বলে। জানা গিয়েছে যে বুধবার ভোর ৩টে নাগাদ এই এলিমিনেশন হয়।

বিশেষ সূত্রের খবর, বিগ বস কড়া পদক্ষেপ স্বরূপ অর্চনা গৌতমকে বাড়ি থেকে বের করে দেন। তবে এই এভিকশন কিছু সময়ের জন্য নাকি স্থায়ী তা জানা যায়নি। প্রসঙ্গত, আব্দু রোজিক ক্যাপ্টেন হওয়ার পর থেকেই অর্চনা খুব একটা খুশি ছিলেন না এবং অর্চনা আব্দুর প্রত্যেকটা দিন খারাপ করতে শুরু করেন। অপরদিকে শিব ও আব্দু বাড়ির মধ্যে সবচেয়ে ভালো বন্ধু। অর্চনা সকালে ঘুমিয়ে, নিমরিতের নামে মিথ্যা কথা বলে আব্দুকে উত্তপ্ত করতে থাকেন। যা নিয়ে প্রতিবাদ করতে দেখা যেত শিবকে। অর্চনার সঙ্গে সকল প্রতিযোগীদেরই কমবেশি ঝগড়া হয়েছে। তবে শিবের সঙ্গে তাঁর এই ঝগড়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়।



Satyajit Ray | প্রথম রঙিন বাংলা চলচ্চিত্র তৈরী করা থেকে 'পথের পাঁচালী'র জন্য জীবন বীমা বিক্রি! রইলো সত্যজিৎ রায় সম্পর্কিত কিছু অজানা তথ্য!
Detox Water | তীব্র তাপদাহে বাড়ির বানানো ডিটক্স ওয়াটার খেয়ে চাঙ্গা করুন শরীর! কমবে ওজনও!
Covishield Vaccine | কোভিশিল্ড ভ্যাকসিনের মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়ার কথা আদালতে স্বীকার করলো সংস্থা! হতে পারে বিরল রোগ টিটিএস! কতটা ভয়ানক এই রোগ?
Largest Airport | প্রায় ২.৯ লক্ষ কোটি টাকা খরচ করে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর বানাবে দুবাই! ভারতের বৃহত্তম বিমানবন্দর কোনগুলি জানেন?
West Bengal Weather | চতুর্থ দফা তাপপ্রবাহের স্পেলের মধ্যে বৃষ্টির পূর্বাভাস! আগামী সপ্তাহেই বঙ্গের একাধিক জেলায় হতে পারে বৃষ্টি!
বীর বিপ্লবী মাস্টারদা সূর্য সেনের জীবনী, Masterda Surya Sen Biography in Bengali
মহাপ্রভু শ্রীচৈতন্য | চৈতন্যদেবের জীবনকাহিনী | Lifestory of Chaitanya Mahaprabhu in Bengali