Aravalli | আরাবল্লী বিতর্কে স্বতঃপ্রণোদিত মামলা করল সুপ্রিম কোর্ট! সোমে হবে শুনানি

Sunday, December 28 2025, 5:56 am
Aravalli | আরাবল্লী বিতর্কে স্বতঃপ্রণোদিত মামলা করল সুপ্রিম কোর্ট! সোমে হবে শুনানি
highlightKey Highlights

কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রক আরাবল্লীতে নতুন করে খননের ইজারা প্রদানের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপের নির্দেশ দেয়।


কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক জানিয়েছিল, আরাবল্লী পাহাড়ের ১০০ মিটার বা তার বেশি উচ্চতার ভূমি ও আশপাশের ঢাল, আরাবল্লী পাহাড়শ্রেণির অংশ। তাতেই শিলমোহর দেয় সর্বোচ্চ আদালত। অথচ আরাবল্লীর ৯০ শতাংশ পাহাড়ের উচ্চতা ১০০ মিটারের নিচে। ফলে অবাধে খননকার্য শুরু হয় সেখানে। এরপরই প্রতিবাদে গর্জে ওঠে হরিয়ানা, রাজস্থান, গুজরাটের সাধারণ বাসিন্দা সহ পরিবেশপ্রেমীরা। এবার এ বিষয়ে স্বতঃপ্রণোদিত মামলা করল সুপ্রিম কোর্ট। সোমবার প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চে মামলাটির শুনানি হবে বলে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File