Arambagh | টানা বৃষ্টির জেরে জলমগ্ন আরামবাগ, জল আতঙ্কে ভুগছে শহরের একাধিক জায়গা

Monday, September 16 2024, 2:38 pm
Arambagh | টানা বৃষ্টির জেরে জলমগ্ন আরামবাগ, জল আতঙ্কে ভুগছে শহরের একাধিক জায়গা
highlightKey Highlights

আরামবাগে দ্বারকেশ্বর নদীর ভাঙন, শহর ভাসছে, বাসিন্দারা আতঙ্কিত।


একদিকে টানা বৃষ্টি অন্যদিকে বাঁকুড়া থেকে আসা জল,পাশাপাশি ফুঁসছে দ্বারকেশ্বর নদও। এর জেরে কার্যত ভাসছে আরামবাগ। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় অনেকেই ঘর ছেড়ে বেরিয়ে আসছেন নিরাপদ আশ্রয়ের খোঁজে। বিভিন্ন নিকাশি খাল উপচে আরামবাগ মহকুমার ৬টি ব্লকের মাঠঘাট জলমগ্ন হয়েছে। ভিজে ভিজেই লোকজন অস্থায়ী তাঁবু তৈরি করছেন। এলাকার বেশ কিছু বাড়ি জলমগ্ন। এদিকে নদীবাঁধের যাতে কোনও ক্ষতি না হয় সেটাও খেয়াল রাখতে হচ্ছে। রাখা রয়েছে বালির বস্তা। সব মিলিয়ে জল আতঙ্কে ভুগছে আরামবাগ শহরের একাধিক জায়গা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File