Arabian Sea drowning | আরব সাগরে ডুবে মৃত্যু হলো একই পরিবারের ৪ জনের, নিখোঁজ আরও ৩
Saturday, October 4 2025, 4:32 am

আরব সাগরে ডুবে একই পরিবারের চার জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন তিনজন।
পুলিশ সূত্রে খবর, শুক্রবার বিকেলে মহারাষ্ট্রের সিন্ধুদুর্গ জেলার শিরোদা-ভেলাগড় সমুদ্র সৈকতে একই পরিবারের আট জন পিকনিক করতে এসেছিলেন। তাঁদের মধ্যে দু’জন কুদাল (সিন্ধুদুর্গ)এর বাসিন্দা এবং বাকি ছ’জন বেলগাঁও (কর্ণাটকের বেলাগাভি) থেকে এসেছিলেন। বিকেল চারটে নাগাদ সমুদ্রে সাঁতার কাঁটতে নেমেই বিপত্তি ঘটে। তলিয়ে যায় তাঁরা। পুলিশ তল্লাশি চালিয়ে এখনও পর্যন্ত চারটি দেহ উদ্ধার করেছে। বছর ষোলোর এক কিশোরীকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন। বাকি তিনজন এখনও নিখোঁজ।