Kolkata | মহানগরে চলছে অ্যাপ ক্যাব এবং বাইক ট্যাক্সি ধর্মঘট, দিনভর ভোগান্তির আশঙ্কা নিত্যযাত্রীদের

Thursday, February 27 2025, 4:06 am
highlightKey Highlights

সিপিএমের শ্রমিক সংগঠন সিটু অনুমোদিত অ্যাপ ক্যাব এবং বাইক ট্যাক্সি ইউনিয়নের ডাকা ১২ ঘণ্টার ধর্মঘটের জেরে আজ, বৃহস্পতিবার ভোগান্তির শিকার হতে পারেন নিত্যযাত্রীরা।


আজ মহানগরে সিটু অনুমোদিত ‘কলকাতা ওলা উবের অ্যাপ ক্যাব অপারেটার্স অ্যান্ড ড্রাইভার্স ইউনিয়ন’এর ধর্মঘট চলছে। আজ ১২ ঘন্টা ‘অফলাইন ডে’ পালন করবে তাঁরা। সারাদিন চলবেনা অ্যাপ ক্যাব এবং বাইক ট্যাক্সি। এর জেরে চরম ভোগান্তির আশঙ্কা নিত্যযাত্রীদের। উল্লেখ্য, দ্রব্যমূল্যের দাম বাড়ার সাথে সাথে বেড়েছে ট্যাক্সি, বাস, অটো ইত্যাদি যানবাহনের ভাড়াও। তবে অ্যাপ ক্যাব এবং বাইক ট্যাক্সির ভাড়া বাড়েনি। এই ভাড়া বৃদ্ধির দাবিতেই পথে নেমেছেন সিটু সহ এআইটিইউসির প্রায় ৭ হাজার সদস্য।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File