স্কুল

শিক্ষা প্রতিষ্ঠানগুলি খুলে যাওয়ার পর উদ্বেগে শিশুরা, সমাধান দিচ্ছেন মনোবিদরা

শিক্ষা প্রতিষ্ঠানগুলি খুলে যাওয়ার পর উদ্বেগে শিশুরা, সমাধান দিচ্ছেন মনোবিদরা
Key Highlights

করোনা পরিস্থিতির কারণে প্রথমে লকডাউন আর তারপর দীর্ঘদিন ধরে বন্ধ রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। এইসময় বন্ধুদের সান্নিধ্য না পেয়ে অনেক শিশুই ভুগেছে অবসাদে, বেড়েছে বাবা-মা’র প্রতি নির্ভরতা। আগামী ১২ তারিখ থেকে রাজ্যে খুলতে চলেছে সমস্ত স্কুল, নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত চলবে পঠন-পাঠন। পরিসংখ্যান অনুযায়ী আমাদের দেশের ৫ -১৬ বছর বয়সের শিশুদের মধ্যে ৩.৬ শতাংশই স্কুলে যেতে ভয় পায় বা পড়াশোনার মাঝপথে স্কুল ছেড়ে দেয়। যা আরও বেড়ে যেতে পারে। মনোবিদ এবং চিকিৎসক কেদাররঞ্জন বন্দ্যোপাধ্যায় বলেছেন স্কুলে যাবার উৎসাহ বেড়েছে, নাকি তাতে ভাটা পড়েছে।