Anura Kumara Dissanayake | শ্রীলঙ্কার রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী দিন মজুরের ছেলে মার্ক্সবাদী অনুরা কুমারা দিসানায়ে
শ্রীলঙ্কার নতুন রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হলেন অনুরা কুমারা দিসানায়ে।
শ্রীলঙ্কার নতুন রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হলেন অনুরা কুমারা দিসানায়ে। দ্বীপ দেশটির অর্থনৈতিক সংকটের পর প্রথম নির্বাচনের পর দেশটির পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত হলেন জনতা বিমুক্তি পেরামুনার (জেভিপি) বৃহত্তর জোট ন্যাশনাল পিপলস পাওয়ারের (এনপিপি) নেতা অনুরা। তিনি তার প্রতিদ্বন্দ্বী সাজিথ প্রেমাদাসার বিরুদ্ধে প্রায় ৪২ শতাংশ ভোট পেয়েছেন। উল্লেখ্য, দিসানায়েক শ্রীলঙ্কার রাজধানী কলম্বো থেকে দূরে অনুরাধাপুরা জেলার থাম্বুতেগামা গ্রামে একটি নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে। তার বাবা একজন দিনমজুর এবং মা সাধারণ গৃহিণী।
- Related topics -
- রাজনৈতিক
- রাজনীতি
- শ্রীলঙ্কা
- রাষ্ট্রপতি