Anubrata Mondal | "দিদির পুলিশের কাছে আমি একবার কেন, ১০০ বার ক্ষমা চাইতে পারি।”, দলের নির্দেশ পেয়েই লিখিত দিলেন অনুব্রত
Friday, May 30 2025, 2:31 pm
Key Highlightsপুলিশকে অকথ্য ভাষায় গালিগালাজের ভাইরাল অডিওর জন্য দলের বার্তা পেয়েই লিখিতভাবে ক্ষমা চাইলেন অনুব্রত মণ্ডল।
বোলপুর থানার আইসি লিটন হালদারক অশ্রাব্য ভাষায় গালিগালাজের অভিযোগ উঠেছে বীরভূমের দাপুটে নেতা তথা তৃণমূল কোর কমিটির অন্যতম সদস্য অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে। এরপরই তৃণমূল শীর্ষ নেতৃত্বের তরফে তাঁকে ক্ষমা চাওয়ার নির্দেশ দেওয়া হয়। শুক্রবার চিঠি লিখে নিঃশর্ত ক্ষমা চাইলেন তিনি। অনুব্রতর বক্তব্য, ”সাম্প্রতিক ঘটনায় আমি দুঃখিত। দিদির পুলিশের কাছে আমি একবার কেন, ১০০ বার ক্ষমা চাইতে পারি।” চিঠির শেষে তিনি লিখেছেন, ”কোনও পুলিশ বন্ধু আমাকে ভুল বুঝলে আমি দুঃখিত ও ক্ষমাপ্রার্থী।”
- Related topics -
- রাজ্য
- অনুব্রত মন্ডল
- বীরভূম
- তৃণমূল কংগ্রেস
- তৃণমূল সাংসদ
- তৃণমূল কর্মী
- তৃণমূল নেতা
- পুলিশ
- তৃণমূল কাউন্সিলার
- রাজ্য পুলিশ
- পুলিশ প্রশাসন
- বোলপুর
- এএসআই

