Anubrata Mandal | গরুপাচার মামলায় অবশেষে জামিন পেলেন অনুব্রত মণ্ডল! তবে এখনই জেলমুক্ত নয় 'কেষ্ট'

Tuesday, July 30 2024, 6:40 am
Anubrata Mandal | গরুপাচার মামলায় অবশেষে জামিন পেলেন অনুব্রত মণ্ডল! তবে এখনই জেলমুক্ত নয় 'কেষ্ট'
highlightKey Highlights

গরুপাচার মামলায় জামিন পেলেন অনুব্রত মণ্ডল! তৃণমূল নেতার জামিন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট।


গরুপাচার মামলায় জামিন পেলেন অনুব্রত মণ্ডল! তৃণমূল নেতার জামিন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট। তবে এখনই জেলমুক্ত নয় অনুব্রত। সূত্রের খবর, বিআইয়ের মামলায় শর্তসাপেক্ষে অনুব্রতর জামিন মঞ্জুর করা হয়েছে। নির্দিষ্ট একটি মামলায় অনুব্রত মন্ডলের জামিন মঞ্জুর করা হয়েছে। তবে ইডি-র দায়ের করা মামলার ভিত্তিতে তাঁকে এখনও পর্যন্ত জেলেই থাকতে বলে হবে জানা গিয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File