Metro Suicide । ফের মেট্রোয় আত্মহত্যার চেষ্টা, রোববার শোভাবাজারে বিঘ্নিত হলো পরিষেবা
ফের ব্যাহত মেট্রো পরিষেবা। রবিবার শোভাবাজার মেট্রো স্টেশনে লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন এক যাত্রী।
মেট্রোয় বাড়ছে আত্মহত্যার ঘটনা। রোববার ফের শোভাবাজার মেট্রো স্টেশনের লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলো এক যাত্রী। মেট্রো সূত্রে খবর, রবিবার বিকেলে ৪৮ বছর বয়সী এক ব্যক্তি দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী মেট্রোর লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। দ্রুত লাইনের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে স্টেশন চত্বর খালি করা হয়। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে পুলিশ। এর জেরে আধ ঘন্টার জন্যে মেট্রো পরিষেবা ব্যাহত হয়। ছুটির দিনে ভোগান্তি হয় যাত্রীদের।