Kharagpur IIT | ফের খড়্গপুর আইআইটিতে মৃত্যু মেধাবী ছাত্রের! মৃত্যুর কারণ ঘিরে ঘনাচ্ছে ধোঁয়াশা

Sunday, September 21 2025, 3:21 pm
highlightKey Highlights

শনিবার দুপুরে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের গবেষক হর্ষকুমার পাণ্ডের (২৭) ঝুলন্ত মৃতদেহ বিআর আম্বেদকর হলের একটি কক্ষে পাওয়া যায়।


ফের এক মেধাবী ছাত্রের অস্বাভাবিক মৃত্যু ঘিরে খবরের শিরোনামে উঠে এলো আইআইটি খড়গপুর। শনিবার দুপুরে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের গবেষক হর্ষকুমার পাণ্ডের (২৭)বিআর আম্বেদকর হলের ঘরের দরজা অনেকক্ষণ ভিতর থেকে বন্ধ থাকায় সহপাঠীরা বিষয়টি নিরাপত্তা বিভাগের নজরে আনে। পুলিশ এসে হলের একটি কক্ষ থেকে হর্ষের মৃতদেহ উদ্ধার করে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। মৃত্যুর কারণ খুঁজতে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটিও গঠন করেছে কতৃপক্ষ। উল্লেখ্য, এবছরে আইআইটিতে ছ’জন ছাত্রের অস্বাভাবিক মৃত্যু ঘটেছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File