শহর কলকাতা

Kolkata Fire | মহানগরে ফের আগুন, দাউদাউ করে জ্বলে উঠলো ওষুধ কারখানা, চাঞ্চল্য বন্ডেল গেটে

Kolkata Fire | মহানগরে ফের আগুন, দাউদাউ করে জ্বলে উঠলো ওষুধ কারখানা, চাঞ্চল্য বন্ডেল গেটে
Key Highlights

বন্ডেল গেটের কাছে একটি ওষুধ সংস্থার ওষুধ কারখানায় আগুন। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা।

শনিবার ফের বিধ্বংসী আগুন লাগলো শহরে। এদিন বিকেল নাগাদ বন্ডেল গেটের কাছে ওষুধ সংস্থা দে’জ মেডিক্যালের ওষুধ কারখানায় আগুন লাগে। ওষুধ তৈরির কারখানায় প্রচুর রাসায়নিক পদার্থ মজুত ছিল। দাহ্য পদার্থের জেরে আগুন হু হু করে ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দশটি ইঞ্জিন। আগুন এখনও নিয়ন্ত্রণের বাইরে। দমকল কর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় আগুনের উৎসস্থলে পৌঁছনোর চেষ্টা করছেন। স্থানীয় সূত্রে খবর, কারখানাটিতে ওয়েলডিংয়ের কাজ হচ্ছিল। সেখান থেকে আগুন লাগতে পারে বলে অনুমান।