জোড়াবাগানে নাবালিকা যৌন নির্যাতন এবং খুনে জড়িত দু’জনকেই গ্রেফতার করে কলকাতা পুলিশের গোয়োন্দা বিভাগ
Monday, February 8 2021, 4:07 pm
Key Highlightsজোড়াবাগানে নাবালিকা খুনে এক জন নয়, জড়িত ছিল দু’জন। আগেই রক্ষী রাম কুমারকে গ্রেফতার করে কলকাতা পুলিশের গোয়োন্দা বিভাগ। তাকে জেরা করে আরও একজনের বিষয়ে জানতে পারে পুলিশ। জালে পড়েছে অপর অভিযুক্তও। ধৃতের নাম রণবীর ওরফে রঘুবীর। ঘটনার পর সে বিহারে চলে যায়। সোমবার দুপুরে তাকে বেগুসরাই থেকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। ওই নাবালিকাকে খাবারের লোভ দেখিয়ে জোড়াবাগানের বৈষ্ণব শেঠ লেনের ওই আবাসনে নিয়ে যায় আবাসনের দারোয়ানরা। সেখানে তার উপর যৌন নির্যাতন করা হয়। তার পর মৃত্যু নিশ্চিত করতে পরে গলায় ধারাল অস্ত্রের কোপও দেওয়া হয়।
- Related topics -
- ক্রাইম
- জোড়াবাগান
- যৌন হেনস্তা
- খুন
- গ্রেফতার

