Ankita Bhandari Case | অঙ্কিতা ভাণ্ডারি খুন-কাণ্ডে বিজেপির প্রাক্তন নেতার ছেলে-সহ ৩ অভিযুক্তকে দোষী সাব্যস্ত করলো আদালত!
Friday, May 30 2025, 11:10 am
Key Highlightsঅঙ্কিতা ভাণ্ডারি খুন কাণ্ডে অভিযুক্ত বিজেপির প্রাক্তন প্রভাবশালী নেতা বিনোদ আর্যর ছেলে পুলকিত আর্য, সৌরভ ভাস্কর ও অঙ্কিত গুপ্তকে দোষী সাব্যস্ত করল উত্তরাখণ্ডের আদালত।
অঙ্কিতা ভাণ্ডারি খুন কাণ্ডে অভিযুক্ত বিজেপির প্রাক্তন প্রভাবশালী নেতা বিনোদ আর্যর ছেলে পুলকিত আর্য, সৌরভ ভাস্কর ও অঙ্কিত গুপ্তকে দোষী সাব্যস্ত করল উত্তরাখণ্ডের আদালত। উত্তরাখণ্ডের পাউরি জেলার যমকেশ্বর ব্লকের একটি রিসর্টের রিসেপশনিস্ট ছিলেন অঙ্কিতা। অভিযোগ, ওই রিসর্টের অতিথিদের সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হওয়ার জন্য অঙ্কিতাকে চাপ দিত পুলকিত। কিন্তু তাতে তরুণী রাজি হননি। সেই কারণেই পুলকিত ও রিসর্টের ম্যানেজার ও সহকারী মাইল খুন করে অঙ্কিতাকে। তাঁর দেহ উদ্ধার হয় ৬দিন পর উত্তরাখণ্ডের চাল্লি খাল থেকে।

