আন্তর্জাতিক

Anita Anand | কানাডার বিদেশমন্ত্রীর পদে ভারতীয় বংশোদ্ভূত কন্যা! চিনুন অনিতা আনন্দকে!

Anita Anand | কানাডার বিদেশমন্ত্রীর পদে  ভারতীয় বংশোদ্ভূত কন্যা! চিনুন অনিতা আনন্দকে!
Key Highlights

অনিতার বাবা তামিল এবং মা পাঞ্জাবি। ৫৭ বছরের রাজনীতিক অনিতা ২০১৯ সালে প্রথম কানাডার পার্লামেন্টে পা রাখেন।

কানাডার মন্ত্রিসভায় জায়গা করে নিলেন ভারতীয় বংশোদ্ভূত কন্যা। মার্ক কার্নির বিদেশ মন্ত্রকের দায়িত্ব সামলাবেন অনিতা আনন্দ। অনিতার জন্ম কানাডার নোভা স্কটিয়াতে। বলে রাখা ভালো, অনিতার বাবা তামিল এবং মা পাঞ্জাবি। ৫৭ বছরের রাজনীতিক অনিতা ২০১৯ সালে প্রথম কানাডার পার্লামেন্টে পা রাখেন। এর পর মন্ত্রিসভার চার চারটি গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব সামলেছিলেন তিনি। কানাডার বিদেশমন্ত্রী পদে অনিতার অভিষেকের পর ভারতের সঙ্গে কানাডার দ্বিপাক্ষিক সম্পর্ক কোন দিকে মোড় নেবে, আপাতত সব নজর সেই দিকেই।