Anil Ambani | ৭৫০০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত, ফের আম্বানি-কে তলব ED-র!

৭৫০০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্তের পর ফের ইডি (ED) অফিসে তলব ব্যবসায়ী অনিল অম্বানীকে।
রিলায়েন্স গ্রুপ ও অনিল অম্বানীর বিরুদ্ধে আর্থিক তছরুপের মামলা দায়ের করা হয়েছে। চলতি সপ্তাহে আর্থিক তছরুপের অভিযোগে মুম্বইয়ের ৩৫ জায়গায় তল্লাশি চালিয়ে অনিল আম্বানির ৭৫০০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। এবার ফের স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার (SBI) ঋণ সংক্রান্ত আর্থিক তছরুপ মামলাতে ডাক পড়লো অনিলের। আগামী ১৪ নভেম্বর জিজ্ঞাসাবাদের জন্য ইডি অফিসে হাজিরা দিতে হবে তাকে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, একাধিক ব্যাঙ্ক থেকে অনিল ও তাঁর সংস্থা ৪০ হাজার কোটি টাকারও বেশি ঋণ নিয়েছিল।
