Andhra Pradesh | অন্ধ্রে শিশুপাচার চক্রের মাস্টারমাইন্ড পুলিশের জালে, উদ্ধার ৩ সদ্যোজাত

Monday, March 3 2025, 7:01 am
highlightKey Highlights

বড়সড় শিশুপাচার চক্রের পর্দাফাঁস অন্ধ্রপ্রদেশে। ৩ সদ্যোজাতকে উদ্ধারের পাশাপাশি এই চক্রের মাস্টারমাইন্ডসহ ৫ মহিলাকে গ্রেপ্তার করল অন্ধ্র পুলিশ।


অন্ধ্রপ্রদেশে শিশুপাচার চক্রের মাস্টারমাইন্ড পুলিশের জালে। সূত্রের খবর, এই চক্রের মূল চক্রী বিজয়ওয়াড়ার বাসিন্দা ৩১ বছর বয়সি বাগালাম সরোজিনী। তাঁর অঙ্গুলিহেলনে চলতো পুরো চক্রটি। গত ৬ মাসে এভাবে ৭টি শিশুকে বিক্রি করেছিল এই চক্রীরা। তাঁদের কাছ থেকে আরও ৩ সদ্যোজাতকে উদ্ধার করেছে পুলিশ। সূত্রের খবর, দিল্লি, আহমেদাবাদ সহ দেশের নানা প্রান্ত থেকে শিশু চুরি করে সারাদেশে পাঁচার করতো এই দল। সরোজিনীর সাথে আরও ৫ মহিলাকে গ্রেপ্তার করেছে পুলিশ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File