Anandpur Fire Incident | আনন্দপুর কাণ্ডে মৃত্যু বেড়ে ২১! মধ্যরাতে ১৬৩ ধারা জারি এলাকায়
Thursday, January 29 2026, 5:12 am

Key Highlightsআজ বৃহস্পতিবার জেসিবি নিয়ে এসে দুমড়ে-মুচড়ে যাওয়া টিনের শেড সরিয়ে নিখোঁজদের খোঁজ চালানো হবে।
রবিবার রাতে আনন্দপুরে ওয়াও মোমোর (Wow Momo) গুদামে ভয়াবহ আগুন লাগে। বৃহস্পতিবার অবধি মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২১ জন। পুলিশের খাতায় এখনও পর্যন্ত নিখোঁজ ২৮ জন। আজ বৃহস্পতিবার জেসিবি নিয়ে এসে দুমড়ে মুচড়ে যাওয়া টিনের শেড সরিয়ে নিখোঁজদের খোঁজ চালানো হবে। উদ্ধার হওয়া ২১টি দেহাংশের পরিচয় জানতে ডিএনএ ম্যাপিংয়ের কাজ শুরু হবে। ইতিমধ্যেই বুধবার মধ্যরাত থেকে এলাকায় ভারতীয় ন্যায় সংহিতা ১৬৩ ধারা (পূর্বতন আইপিসি ১৪৪) জারি করা হয়েছে। সোশাল মিডিয়া পোস্টে সংস্থার তরফে দায় চাপানো হয়েছে পাশের গুদামের উপর।


