Anandpur Fire Incident | আনন্দপুরে অগ্নিকান্ডে মোমো সংস্থার ২ আধিকারিককে পাকড়াও পুলিশের!

Friday, January 30 2026, 5:13 am
Anandpur Fire Incident | আনন্দপুরে অগ্নিকান্ডে মোমো সংস্থার ২ আধিকারিককে পাকড়াও পুলিশের!
highlightKey Highlights

সংস্থার ম্যানেজার মনোরঞ্জন শিট ও ডেপুটি ম্যানেজার রাজা চক্রবর্তীকে নরেন্দ্রপুর থানার পুলিশ গ্রেপ্তার করেছে বলে খবর।


রবিবার রাতে আনন্দপুরে ওয়াও মোমোর (Wow Momo) গুদামে ভয়াবহ আগুন লাগে। বৃহস্পতিবার অবধি মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২১ জনে। পুলিশের খাতায় এখনও পর্যন্ত নিখোঁজ ২৮ জন। গতকাল রাতে অভিযান চালিয়ে নরেন্দ্রপুর থেকে সংস্থার ম্যানেজার মনোরঞ্জন শিট ও ডেপুটি ম্যানেজার রাজা চক্রবর্তীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সূত্রের খবর, ধৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আজ, শুক্রবার দু’জনকে বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে। নরেন্দ্রপুরের এলাচি থেকে ওই জায়গার এবং ডেকরেটর সংস্থার মালিক গঙ্গাধর দাসকে গ্রেপ্তার করা হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File