Jalpaiguri । মেডিকেল কলেজ থেকে 'ভাগলবা' বিচারাধীন বন্দি! কপালে হাত জলপাইগুড়ি পুলিশের
Wednesday, November 20 2024, 4:26 am
Key Highlightsঅস্ত্রোপচারের পর একটু সুস্থ হতেই জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ থেকে পালিয়ে গেল এক বিচারাধীন বন্দি।
গত জুলাই মাসে শিলিগুড়ির বাসিন্দা আলয় বিশ্বাসকে পকসো মামলায় গ্রেপ্তার করেছিল পুলিশ। গ্রেপ্তারির পর অসুস্থ হওয়ার জন্যে গত ১১ নভেম্বর তাকে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের সার্জিক্যাল বিভাগে ভর্তি করা হয়। সেখানেই অস্ত্রোপচার হয় তার। কিন্তু মঙ্গলবার ভোররাতে হাসপাতাল থেকে পালায় সে। ঘটনার পরে হাসপাতালের তরফে স্থানীয় কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করা হয়। পুলিশের সঙ্গে কারা আধিকারিকরাও চলে আসেন হাসপাতালে। ওই আসামির বাড়ি এবং আত্মীয় পরিজনদের বাড়িতে খোঁজখবর নিচ্ছে পুলিশ।
- Related topics -
- জলপাইগুড়ি
- মেডিক্যাল কলেজ হাসপাতাল
- শিলিগুড়ি
- পুলিশ প্রশাসন
- পুলিশ
- পুলিশি নিরাপত্তা
- অস্ত্রোপচার
- পকসো আইন

