Kolkata | কলকাতায় একের পর এক ভেঙে পড়ছে শতাব্দী প্রাচীন বিল্ডিং, এক সপ্তাহে ভেঙেছে ৩টি বাড়ি!

দাসানি স্টুডিওর পাশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলের একটি পরিত্যক্ত শতাব্দী প্রাচীন বিল্ডিংয়ের সামনের দিকের কিছুটা অংশ ভেঙে পড়ে।
প্রবল বৃষ্টির জেরে শহর একের পর এক পুরোনো বাড়ি ভেঙে পড়ছে। সাত দিন আগে ২৫ জুলাই কলকাতার গিরিশ পার্ক এবং বৌবাজার এলাকায় দু’টি বিপজ্জনক বাড়ি ভেঙে পড়ে। বৃহস্পতিবার সকালে আরও একটি শতাব্দীপ্রাচীন বাড়ি ভেঙে পড়লো মহানগরে। সকাল সাড়ে ৯টা নাগাদ দাসানি স্টুডিওর পাশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলের একটি পরিত্যক্ত বাড়ির সামনের দিকের কিছুটা অংশ ভেঙে পড়েছে। স্থানীয় সূত্রে খবর, ওই বাড়িটি পরিত্যক্ত হলেও তাতে পাঁচ ছয় জন থাকতেন। ওই সময় বাড়িটিতে কেউ উপস্থিত না থাকায় কেউ আহত হয়নি।
- Related topics -
- শহর কলকাতা
- কলকাতা কর্পোরেশন
- কলকাতা পুরসভা