IndiGo | খারাপ আবহাওয়া, অবতরণের সময় রানওয়ে ছুঁল ইন্ডিগো বিমানের লেজ! অল্পের জন্য প্রাণরক্ষা যাত্রীদের
Saturday, August 16 2025, 4:30 pm

শনিবার (১৬ অগস্ট) খারাপ আবহাওয়ার কারণে নিম্ন উচ্চতায় ‘গো-অ্যারাউন্ড’ (Go-Around) করতে গিয়ে বিমানের লেজ রানওয়ে স্পর্শ করে।
শনিবার ভয়াবহ দুর্ঘটনা এড়াল ইন্ডিগোর এয়ারবাস এ৩২১ বিমান। এয়ারলাইন সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার মুম্বইয়ে প্রতিকূল আবহাওয়ার কারণে ‘গো অ্যারাউন্ড’ করতে গিয়ে বিমানের লেজ রানওয়ে স্পর্শ করে। দক্ষতার সঙ্গে আরেক দফা চেষ্টা করে অভিজ্ঞ পাইলট নিরাপদে বিমানটিকে রানওয়েতে অবতরণ করায়। ইন্ডিগোর মুখপাত্র জানিয়েছেন, সমস্ত যাত্রীরা নিরাপদ এবং সুস্থ আছেন। তিনি আরও জানিয়েছেন, 'বিমানটিকে প্রয়োজনীয় পরীক্ষা, মেরামত ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষের ছাড়পত্র পাওয়ার পরেই ফের উড়ানের জন্য ব্যবহার করা হবে।'
- Related topics -
- দেশ
- বিমান বন্দর
- ইন্ডিয়া গো বিমান
- ইন্ডিগো
- বিমান দুর্ঘটনা