PM Modi | পুতিনের বাসভবন লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টা, উদ্বেগ প্রকাশ মোদীর! বার্তা দিলেন ইউক্রেনকেও!

মঙ্গলবার রাশিয়ার প্রেসিডেন্টের বাসভবন লক্ষ্য করে ড্রোন হামলার অভিযোগ উঠেছে ইউক্রেনের বিরুদ্ধে।
মঙ্গলবার রাশিয়ার প্রেসিডেন্টের বাসভবন লক্ষ্য করে ড্রোন হামলার অভিযোগ উঠেছে ইউক্রেনের বিরুদ্ধে। রাশিয়ার অভিযোগ ভোররাতে ৯১টি দূরপাল্লার ড্রোন উড়ে আসে পুতিনের বাসভবনের দিকে। তবে শেষ পর্যন্ত ড্রোনগুলোকে রুখে দেয় পুতিনের দেশ। যদিও এই হামলার অভিযোগ অস্বীকার করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জ়েলেনস্কি। তবে এই ড্রোন হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। X হ্যান্ডলে তিনি লিখেছেন, ‘কূটনৈতিক পথেই সংঘাত মেটাতে হবে।’ একই সঙ্গে নাম না করে ইউক্রেনকে শান্তি বজায় রাখার আহ্বানও জানান তিনি।
