Amritsar Golden Temple | পরপর তিন দিন বোমা বিস্ফোরণের হুমকি, ডগ স্কোয়াড মোতায়েন স্বর্ণমন্দির কমপ্লেক্সে!
Wednesday, July 16 2025, 3:00 pm

ফের অমৃতসরের স্বর্ণমন্দির কমপ্লেক্সে বোমা বিস্ফোরণের হুমকি দেওয় হয়েছে। তিন দিনের মধ্যে এটি তৃতীয়বার হুমকি এল।
সোম মঙ্গলের পর বুধবারও অমৃতসরের স্বর্ণমন্দির কমপ্লেক্সে বোমা বিস্ফোরণের হুমকি দেওয়া হয়েছে। সোমবার রাতে হুমকির অভিযোগ পাওয়ার বিষয়টি স্বীকার করেছেন অমৃতসরের কমিশনার গুরপ্রীত সিং ভুল্লার। তিনি জানিয়েছেন, ”এসজিপিসির তরফে অভিযোগ মেলার পরেই স্বর্ণমন্দির এবং সংলগ্ন এলাকায় পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়েছে। নির্দেশ দেওয়া হয়েছে তদন্তের।” মন্দিরে ডগ স্কোয়াড মোতায়েন করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন শিরোমণি গুরুদ্বারা প্রবন্ধক কমিটির (এসজিপিসি) সচিব প্রতাপ সিং।
- Related topics -
- দেশ
- অমৃতসর
- স্বর্ণমন্দির
- বোমাতঙ্ক
- পাঞ্জাব