Samay Raina | সময় রায়নার 'সময়'টা মোটেই ভালো যাচ্ছে না, একের পর এক শো বাতিল হচ্ছে কমেডিয়ানের

Sunday, March 16 2025, 5:55 pm
highlightKey Highlights

‘ইন্ডিয়া’স গট ল্যাটেন্ট’ বিতর্কের মাঝেই ফের সমস্যায় সময় রায়না। ২০২৫ সালের ২১ এবং ২৩ মার্চ দিল্লিতে তাঁর পূর্বনির্ধারিত অনুষ্ঠানগুলি একে একে বাতিল হলো।


বিতর্কের মাঝে ফের বিপাকে কমেডিয়ান সময় রায়না। ২০২৫ সালের ২১ এবং ২৩ মার্চ দিল্লিতে তাঁর ‘আনফিল্টার্ড’ শো হওয়ার কথা ছিল। এই শোয়ের টিকিট বুকিংও শুরু হয়ে গিয়েছিল। এই শো গুলো একে একে বাতিল করা হলো। এদিন সংস্থার তরফে অনুষ্ঠান বাতিলের খবর সকলকে মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে। ৭ থেকে ১০ দিনের মধ্যে টিকিটের টাকা ফেরত দেওয়া হবে বলে খবর। তবে অনুষ্ঠান বাতিলের কারণ এখনও জানাননি আয়োজকরা। কোনও প্রতিক্রিয়া দেয়নি সময়ও।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File