Punjab | কৃষক নেতার অনশনের মাঝেই ১২ ঘণ্টার বনধের ডাক! বাতিল১৬৩টি ট্রেন, অবরুদ্ধ ২০০টির বেশি সড়কপথ
সোমবার পঞ্জাবে ১২ ঘণ্টার বন্ধের ডাক দিয়েছেন কৃষকরা। বাতিল১৬৩টি ট্রেন। দোকানপাঠের পাশাপাশি ২০০টির বেশি গুরুত্বপূর্ণ সড়কপথ অবরুদ্ধ হয়েছে।
বছর শেষে উত্তপ্ত পঞ্জাব। ফসলের ন্যূনতম সহায়কমূল্যে আইনি নিশ্চয়ত সহ ১৩ দফা দাবিতে আমরণ অনশন শুরু করেছেন কৃষক নেতা জগজিৎ সিং দাল্লেওয়ালে। আজ অনশনের ৩৪তম দিন। এরই মাঝে সোমবার পঞ্জাবে ১২ ঘণ্টার বন্ধের ডাক দিয়েছেন কৃষকরা। বাতিল১৬৩টি ট্রেন। দোকানপাঠের পাশাপাশি ২০০টির বেশি গুরুত্বপূর্ণ সড়কপথ অবরুদ্ধ হয়েছে। এদিন সকালেই জলন্ধর দিল্লি জাতীয় সড়ক ও অমৃতসর দিল্লি জাতীয় সড়ক অবরোধ করা হয়। রাস্তার উপর বসে বিক্ষোভ দেখাতে থাকেন আন্দোলনকারীরা।
- Related topics -
- দেশ
- ভারত
- পাঞ্জাব
- কৃষক
- কৃষক প্রতিবাদ
- কৃষক আন্দোলন