India-China | ট্যারিফ টানাপোড়েন এড়িয়ে শনির সন্ধ্যায় চিনে পা প্রধানমন্ত্রী মোদির, কাছাকাছি বেজিং-নয়াদিল্লি
Saturday, August 30 2025, 5:35 pm

ট্যারিফ নিয়ে আমেরিকার সঙ্গে টানাপড়েনের মধ্যেই শনিবার সন্ধ্যায় চিনে পা রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
৩১ অগস্ট ও ১ সেপ্টেম্বর তিয়ানজিনে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন সামিট রয়েছে। এই সম্মেলনে যোগ দিতে চীন সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করারও কথা রয়েছে তাঁর। তিয়ানজিনে পা রেখেই X হ্যান্ডলে মোদী লেখেন, ‘তিয়ানজিনে নামলাম। বিশ্বের একাধিক রাষ্ট্রনেতার সঙ্গে বৈঠক এবং SCO সামিটে যোগ দেওয়ার জন্য মুখিয়ে রয়েছি।’ আমেরিকার ট্যারিফ হুমকি কাটিয়ে ফের কাছাকাছি বেজিং এবং নয়াদিল্লি। আশায় কূটনৈতিক মহল।