আন্তর্জাতিক

হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার খবরটি চিন অস্বীকার করলেও তা ঘিরে উদ্বিগ্ন আমেরিকা

হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার খবরটি চিন অস্বীকার করলেও তা ঘিরে উদ্বিগ্ন আমেরিকা
Key Highlights

ফের আন্তর্জাতিক অস্ত্র প্রতিযোগিতাকে উস্কে দিতে পারে মহাকাশে চিনের হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা। এরূপ ইঙ্গিত মিলেছে আমেরিকায় প্রকাশিত একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে। চিনের হাইপারনিক ক্ষেপণাস্ত্রের মোকাবিলায় ইতিমধ্যেই পেন্টাগন ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থার আধুনিকীকরণের কাজ শুরু করেছে। বিশ্ব জুড়ে ছড়িয়ে থাকা আমেরিকার ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলির সুরক্ষার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার চিনা বিদেশ দফতরের মুখপাত্র ঝাও লিজিয়ন বলেন, ‘‘কোনও ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হয়নি। নিয়ম মেনে মহাকাশযান পুনর্ব্যবহারের প্রযুক্তিগত কার্যকারিতা যাচাই করা হয়েছে। মানব সমাজের কল্যাণের লক্ষ্যে চিন বিশ্বের অন্য দেশগুলির সঙ্গে সহযোগিতার ভিত্তিতে শান্তিপূর্ণ মহাকাশ অভিযানে অংশ নেবে।’’