Pratul Mukherjee | গুরুতর অসুস্থ 'আমি বাংলায় গান গাই'য়ের এর স্রষ্টা, এসএসকেএমে ভর্তি আছেন প্রবীণ গায়ক প্রতুল মুখোপাধ্যায়
Monday, February 10 2025, 6:05 pm
![highlight](/img/target.png)
গুরুতর অসুস্থ প্রবীণ গায়ক প্রতুল মুখোপাধ্যায়। বিগত সপ্তাহ দু'য়েক থেকেই এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন 'আমি বাংলায় গান গাই'য়ের স্রষ্ঠা।
বিগত দু সপ্তাহ ধরেই গুরুতর অসুস্থ অবস্থায় এসএসকেএমে ভর্তি আছেন গায়ক প্রতুল মুখোপাধ্যায়। আইসিইউতে তাঁর চিকিৎসা চলছে বলে খবর। সূত্রের খবর, সম্প্রতি অন্ত্রের অপারেশন হয় গায়কের। তবে অপারেশনের ধকল সামলাতে পারেননি ‘আমি বাংলায় গান গাই’য়ের স্রষ্টা। হার্ট অ্যাটাক হয় তাঁর। শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকে। হাসপাতাল সূত্রে খবর, প্রবীণ গায়ক আপাতত সংজ্ঞাহীন অবস্থায় রয়েছেন। এরমধ্যেই নিউমোনিয়াতেও আক্রান্ত হওয়ায় অ্যান্টিবায়োটিক প্রতিরোধী সংক্রমণ ছড়িয়েছে শরীরে। ফলে পরিস্থিতি ক্রমে গুরুতর দিকে মোড় নিচ্ছে।
- Related topics -
- রাজ্য
- শহর কলকাতা
- গায়ক
- এসএসকেএম হাসপাতাল
- নিউমোনিয়া
- হার্ট অ্যাটাক
- পশ্চিমবঙ্গ