Hindenburg Research | আদানি গোষ্ঠীর বাণিজ্যিক ভীত নড়িয়ে দেওয়াই কি ছিল হিডেনবার্গের 'লক্ষ্যপূরণ'?
Thursday, January 16 2025, 6:59 am

ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্টের পদে বসার আগেই বন্ধ হতে চলেছে আমেরিকার হিন্ডেনবার্গ রিসার্চ সংস্থা!
২০২৪ হিন্ডেনবার্গের রিপোর্টেই আদানি সংস্থার বিরুদ্ধে উঠেছিল বড়সড় অভিযোগ! এই ঘটনা আলোড়ন ফেলেছিলো গোটা বাণিজ্য মহলে। এবার ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্টের পদে বসার আগেই বন্ধ হতে চলেছে আমেরিকার হিন্ডেনবার্গ রিসার্চ সংস্থা! ১৫ জানুয়ারি এই সংস্থা বন্ধ করে দেওয়ার ঘোষণা করলেন প্রতিষ্ঠাতা নেট অ্যান্ডারসন। মূলত শর্ট সেলিং করতো হিন্ডেনবার্গ রিসার্চ। নেট অ্যান্ডারসন জানান, তাঁর সংস্থা নিজের লক্ষ্যপূরণ করতে পেরেছে। কিছু তদন্তমূলক কাজ বাকি ছিল, সেগুলো শেষ করেই সংস্থা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।