অংশীদারি বাড়াতে চায় ভারতের সঙ্গে আমেরিকা, এই বার্তাই দিলেন আমেরিকার প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন
Monday, March 22 2021, 4:05 am
Key Highlightsদক্ষিণ এশিয়ায় বিভিন্ন পদক্ষেপের প্রশ্নে ভারতকেই প্রধান অংশীদার করে এগোতে চায় আমেরিকার নতুন বাইডেন প্রশাসন। তিন দিনের ভারত সফরে এসে এই বার্তাই দিয়ে গেলেন সে দেশের প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন। দিল্লি এসে একের পর এক নেতার সঙ্গে বিস্তারিত আলোচনা করেছেন লয়েড। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশাপাশি কথা বলেছেন বিদেশমন্ত্রী এবং প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গেও। সাংবাদিক সম্মেলনে তাঁর বক্তব্য, “আমরা মনে করি, ভারত আমাদের এক দুর্দান্ত অংশীদার। ইতিমধ্যেই অনেক ক্ষেত্রে এক সঙ্গে ফলপ্রসূ কাজ করা হয়েছে। যথেষ্ট সুযোগ রয়েছে আরও কিছু ক্ষেত্রে জোট বাঁধার। গোটা অঞ্চলের শান্তি এবং সংহতি নিশ্চিত করার জন্য আমরা ঐক্যবদ্ধ।’’
- Related topics -
- আন্তর্জাতিক
- আমেরিকা
- ভারত

