যুক্তরাষ্ট্রের আই-গ্লোবাল ইউনিভার্সিটির চ্যান্সেলর ও সিইও হলেন বাংলাদেশি আবুবকর হানিপ
Sunday, May 23 2021, 2:30 pm
Key Highlights
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় বসবাসরত ইঞ্জিনিয়ার আবুবকর হানিপকে বলা হয় ‘ম্যাজিক ম্যান’। তার প্রতিষ্ঠিত পিপল এন টেক-এর মাধ্যমে প্রায় ৭ হাজারেরও বেশি শিক্ষার্থীকে আমেরিকায় মিড লেবেল এবং সিনিয়র লেবেলের চাকরি দিয়েছেন। অড জব কিংবা এন্ট্রি লেবেলের জব থেকে মুক্তি দিয়েছেন। এবার তিনি দায়িত্ব নিলেন আই-গ্লোবাল ইউনিভার্সিটির। জানা গেছে, এটি যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মালিকানাধীন প্রথম বিশ্ববিদ্যালয়। আর এই বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে ইন্ডাস্ট্রি এবং একাডেমির মধ্যে মেলবন্ধন ঘটানোর স্বপ্ন দেখছেন আবুবকর হানিপ।
- Related topics -
- আন্তর্জাতিক
- আমেরিকা
- বাংলাদেশ
- আবুবকর হানিপ