PM Modi meets Elon Musk | আমেরিকায় সাক্ষাৎ এলন মাস্কের সঙ্গে, মোদির সাথে বৈঠকে উঠে এলো মহাকাশ থেকে প্রযুক্তিবিদ্যা
Friday, February 14 2025, 3:09 am
Key Highlightsমাস্কের সঙ্গে বৈঠকের কথা এক্স হ্যান্ডলে লিখতে গিয়ে মোদি লেখেন, ‘ওয়াশিংটনে এলন মাস্কের সঙ্গে অত্যন্ত চমৎকার একটি বৈঠক হয়েছে। নানা বিষয়ে কথা হয়েছে আমাদের। এর মধ্যে যেগুলি সম্পর্কে ওঁর প্যাশন রয়েছে, যেমন মহাকাশ, প্রযুক্তি, আবিষ্কার।..’
দুদিনের আমেরিকা সফরে মার্কিন মুলুকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন তিনি দেখা করলেন ধনকুবের এলন মাস্কের সঙ্গে। তাঁর সঙ্গে মহাকাশ, প্রযুক্তি, আবিষ্কার নিয়ে বৈঠকের কথা নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন প্রধানমন্ত্রী মোদী। মাস্ককে বলেছেন নিজের ‘ন্যূনতম সরকার, সর্বোচ্চ শাসন’ প্রতিষ্ঠায় ভারতের প্রচেষ্টা সম্পর্কে।’এছাড়াও মার্কিন নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ওয়াল্টজ, ভারতীয় বংশোদ্ভূত বিবেক রামস্বামীর সঙ্গেও বৈঠক করেন তিনি। রাত আড়াইটে নাগাদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করে শুল্ক থেকে অভিবাসন নিয়ে আলোচনা করেছেন।

