US Ban | ইরান থেকে তেল কেনার অপরাধে ৬ ভারতীয় কোম্পানিকে ব্যান করলো আমেরিকা!

ইরানের থেকে পেট্রোল এবং পেট্রোলিয়ামজাত পণ্য কেনার ‘অপরাধে’ ৬টি ভারতীয় কোম্পানির উপর নিষেধাজ্ঞা জারি করল আমেরিকা।
ইরান থেকে পেট্রোল এবং পেট্রোলিয়ামজাত পণ্য কেনার ‘অপরাধে’ ৬টি ভারতীয় কোম্পানির উপর নিষেধাজ্ঞা জারি করল হোয়াইট হাউস। মার্কিন স্বরাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, “ইরানি শাসকগোষ্ঠী মধ্যপ্রাচ্যে সংঘাতের ইন্ধন জোগাচ্ছে, অস্থিরতা তৈরির কর্মকাণ্ডের জন্য অর্থায়ন করছে। এমনকী নির্যাতন করছে নিজের দেশের জনগণের উপরেও। আমেরিকা যে ব্যবস্থা নিচ্ছে তার প্রধান উদ্দেশ্য হল, ইরানের আর্থিক শক্তি কমানো।” উল্লেখ্য, বুধবার বন্ধু ভারতের উপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প।