Ambuja Cements Orient Cement Asquisition । সিকে বিড়লার ওরিয়েন্ট সিমেন্ট লিমিটেড কিনে নিল আদানির অম্বুজা সিমেন্ট লিমিটেড
Wednesday, October 23 2024, 7:13 am
Key Highlights
এই অধিগ্রহণের ফলে অম্বুজা সিমেন্টের বার্ষিক উৎপাদন ক্ষমতা বাড়বে ১৬.৬ মিলিয়ন টন।
ব্যবসায় আরও প্রশস্ত হলো আদানির অম্বুজা সিমেন্ট লিমিটেড। ৮ হাজার ১০০ কোটি টাকার ইক্যুইটি ভ্যালুতে সিকে বিড়লার ওরিয়েন্ট সিমেন্ট লিমিটেড কিনে নিল আদানির অম্বুজা সিমেন্ট লিমিটেড। মঙ্গলবার এক্সচেঞ্জে আদানির তরফে দেওয়া তথ্য অনুযায়ী, এই অধিগ্রহণের ফলে অম্বুজা সিমেন্টের বার্ষিক উৎপাদন ক্ষমতা বাড়বে ১৬.৬ মিলিয়ন টন। অম্বুজা সিমেন্ট লিমিটেড ওরিয়েন্ট সিমেন্টের প্রোমোটার এবং বাকি মালিকদের থেকে ৪৬.৮ শতাংশ শেয়ার অধিগ্রহণ করবে। ফলে আরও ২৬ শতাংশ শেয়ার কেনার ওপেন অফার পাবে আদানি।
- Related topics -
- বাণিজ্য
- ব্যবসা বাণিজ্য
- আদানি
- ব্যবসায়ী