অন্যান্য

Amazon | বাড়ি বসেই ৮০০ রকমের মেডিক্যাল টেস্ট! ডায়াগনস্টিক পরিষেবা দেবে অ্যামাজ়ন!

Amazon | বাড়ি বসেই  ৮০০ রকমের মেডিক্যাল টেস্ট! ডায়াগনস্টিক পরিষেবা দেবে অ্যামাজ়ন!
Key Highlights

শীঘ্রই অ্যামাজ়ন অ্যাপের মাধ্যমে প্রায় ৮০০ রকমের মেডিক্যাল টেস্ট করতে পারবেন বাড়ি বসেই।

ডায়াগনস্টিক পরিষেবা ক্ষেত্রে পা রাখতে চলেছে অ্যামাজ়ন! শীঘ্রই অ্যামাজ়ন অ্যাপের মাধ্যমে প্রায় ৮০০ রকমের মেডিক্যাল টেস্ট করতে পারবেন বাড়ি বসেই। অ্যাপেই পাওয়া যাবে সেই সব টেস্টের রিপোর্ট। অরেঞ্জ হেলথ ল্যাবের সঙ্গে যৌথ ভাবে বিশ্বের মধ্যে ভারতেই প্রথম এই পরিষেবা শুরু করছে অ্যামাজ়ন। মূলত বেঙ্গালুরু, দিল্লি, গুরুগ্রাম, নয়ডা, মুম্বই এবং হায়দরাবাদে শুরু হবে অ্যামাজ়নের ডায়াগনস্টিক সার্ভিস। বুকিংয়ের ৬০ মিনিটের মধ্যে মেডিক্যাল টেস্টের জন্য নমুনা সংগ্রহ করতে আসবেন অ্যামাজ়ন ডায়াগনস্টিকের প্রতিনিধি।