দেশ

Puri Jagannath Temple | মন্দিরের মূল চূড়ার কখনও পড়ে না ছায়া! হাওয়ার বিপরীতে ওড়ে পতাকা! পুরীর জগন্নাথ মন্দিরের আশ্চর্যজনক তথ্য জানেন?

Puri Jagannath Temple | মন্দিরের মূল চূড়ার কখনও পড়ে না ছায়া! হাওয়ার বিপরীতে ওড়ে পতাকা! পুরীর জগন্নাথ মন্দিরের আশ্চর্যজনক তথ্য জানেন?
Key Highlights

পুরীর জগন্নাথ মন্দিরের বেশ কিছু আশ্চর্যজনক তথ্য রয়েছে, যার কারণ আজও অজানা।

প্রতি বছরের মতো চলতি বছরেও দেশ বিদেশ থেকে রথযাত্রায় অংশ নিতে পুরীতে ভিড় করেছেন অগনিত ভক্ত। পুরীর জগন্নাথ মন্দিরের বেশ কিছু আশ্চর্যজনক তথ্য রয়েছে, যার কারণ আজও অজানা। বলা হয়ে থাকে, সূর্য যে অবস্থানেই থাকুক, পুরীর জগন্নাথ মন্দিরের মূল চূড়ার কখনও কোনও ছায়া পড়ে না। সমুদ্রের গর্জন মন্দিরের পাশে সৈকতে দাঁড়ালে শোনা যায়, কিন্তু মন্দিরের মূল ফটক দিয়ে প্রবেশ করলেই তা আর শোনা যায় না। মন্দিরের চূড়ার পতাকা সব সময় হাওয়ার বিপরীত দিকে ওড়ে। আর ওই চূড়ায় যে বা চক্র আছে তা পুরী শহরের যে কোনও জায়গা থেকে দৃশ্যমান।