India-Bangladesh Train | ভারত রেল চলাচল শুরুর বিষয়ে উদ্যোগী হলেও বেঁকে বসেছে বাংলাদেশ, কবে দুই দেশের মধ্যে চলবে ট্রেন?
জুলাই মাস থেকে ছাত্র আন্দোলনের জেরে বন্ধ বাংলাদেশ ও ভারতের মধ্যে ট্রেন চলাচল।
জুলাই মাস থেকে ছাত্র আন্দোলনের জেরে বন্ধ বাংলাদেশ ও ভারতের মধ্যে ট্রেন চলাচল। তখন থেকেই অনির্দিষ্ট কালের জন্য বন্ধ মৈত্রী এক্সপ্রেস, বন্ধন এবং মিতালি এক্সপ্রেস। বর্তমানে অনেকটা স্বাভাবিক হয়েছে বাংলাদেশের পরিস্থিতি। তাহলে কবে চালু হবে এই ট্রেন পরিষেবা? দু'দেশের কূটনৈতিক সম্পর্ক নিয়ে ওয়াকিবহাল মহলের একাংশের বক্তব্য, বাংলাদেশে অশান্ত অবস্থার প্রেক্ষিতে প্রথমে ট্রেন চলাচল সাময়িক বন্ধের পক্ষপাতী ছিল ভারতই। পরবর্তী সময়ে ভারত এই রেল চলাচল শুরুর বিষয়ে উদ্যোগী হলেও বাংলাদেশ সরকার কিছুটা 'বেঁকে' বসেছে।
- Related topics -
- আন্তর্জাতিক
- বাংলাদেশ
- ভারত-বাংলাদেশ
- ভারত
- দেশ
- ট্রেন