চোর সন্দেহে ফের মালদায় গণপিটুনির জেরে হত যুবক, আরও একজনকে উদ্ধার করা হয়েছে আহত অবস্থা
Friday, July 23 2021, 5:06 pm
Key Highlightsশুক্রবার মাঝ রাতে মালদায় চোর সন্দেহে তিন ব্যক্তিকে গণপিটুনির অভিযোগ ওঠে গ্রামবাসীদের বিরুদ্ধে । জানা যাচ্ছে আমের মরশুম হওয়ায় বাগানে চোরেদের উপদ্রব বেড়েছে। তাই এই এলাকার বাসিন্দারা পালা করে এলাকায় রাত পাহারার ব্যবস্থা করেন। শুক্রবার রাত ১২টা নাগাদ পাহারা দেওয়ার সময় তিন ব্যক্তিকে ঘুরতে দেখে সন্দেহ হয় গ্রামবাসীদের। তারপরই চোর সন্দেহে পাকড়াও করা হয় তাদের। খানিক জিজ্ঞাসাবাদের পরই মারধর করা হয়। একজন পালিয়ে যায় বাকি জখম দু'জনকে উদ্ধার করে পুলিশ মেডিক্যাল কলেজে নিয়ে গেলে জানতে পারে একজন মারা গেছেন। তদন্তে নেমেছে পুলিশ। জানা যাচ্ছে গ্রামের বেশিরভাগ পুরুষই ঘরছাড়া।