Bangladesh | ডাকাতির পর মন্দিরের সেবায়েতকে খুন! বাংলাদেশে উদ্ধার সেবায়েতের হাত পা বাঁধা মৃতদেহ
নাটোরের কশিমপুরের শ্মশানকালী মন্দিরের ডাকাতির পর সেবায়েতের হাত পা বাঁধা মৃতদেহ উদ্ধার হয়।
এবার বাংলাদেশের মন্দিরের সেবায়েতকে খুন করার অভিযোগ! জানা গিয়েছে, নাটোরের কশিমপুরের শ্মশানকালী মন্দিরের ডাকাতির পর সেবায়েতের হাত পা বাঁধা মৃতদেহ উদ্ধার হয়। অভিযোগ, ওই মন্দিরের প্রয়োজনীয় জিনিসপত্র লুট করা হয়। এরপর মন্দিরের সেবায়েত তরুণ চন্দ্র দাসকে নির্মমভাবে খুন করা হয়। তবে এলাকার সংখ্যালঘুদের দাবি,এটা ডাকাতি নয় বরং বেছে বেছে মন্দিরের হামলা করা হচ্ছে। প্রসঙ্গত, সম্প্রতি ময়মনসিংহ ও দিনাজপুরে মোট ৮টি মন্দিরে হামলা চালানো হয়েছে। মন্দিরে মূর্তি ভাঙা ও ভাঙচুর করার অভিযোগ উঠেছে।
- Related topics -
- আন্তর্জাতিক
- বাংলাদেশ
- খুন
- ক্রাইম