Allahabad High Court | ধর্ষণের জন্য ধর্ষিতাকেই দায়ী করলেন বিচারপতি! মামলার অভিযুক্তকে জামিন দিলো এলাহাবাদ হাইকোর্ট!
Thursday, April 10 2025, 12:55 pm

ধর্ষিতাকেই ধর্ষণের জন্য দায়ী করে অভিযুক্তকেই জামিন দিলেন এলাহাবাদ হাইকোর্ট।
ধর্ষিতাকেই ধর্ষণের জন্য দায়ী করে অভিযুক্তকেই জামিন দিলেন এলাহাবাদ হাইকোর্ট। বিচারপতির মন্তব্য, 'নিজেই নিজের বিপদ ডেকে এনেছিলেন নির্যাতিতা।' অভিযোগ, নির্যাতিতা তাঁর বান্ধবীদের সঙ্গে দিল্লির একটি বারে গিয়ে মদ্যপান করেন। আর সেই বারেই তাঁর সঙ্গে অভিযুক্তের দেখা হয়। সে তাঁর পূর্বপরিচিত। কিন্তু অভিযুক্ত তাঁর সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেন। তাঁকে বাড়ি নিয়ে যাওয়ার প্রস্তাবও দেন। পরে নির্যাতিতা বিশ্রাম নেওয়ার’ জন্য তার বাড়ি যেতে রাজি হন। কিন্তু অভিযুক্ত তাঁকে অন্য এক জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণ করে।